ঢাকা, Friday, 3 May, 2024

flat_rentকরোনা ভাইরাস এর কারনে আগামী তিন মাস সকল বাড়িওয়ালাকে ভাড়া না নিতে বলেছেন ভারতের মহারাষ্ট্র রাজ্যের সরকার। করোনায় লকডাউন হয়ে আছে পুরো ভারত।

ফলে বেকার হয়ে পড়েছে অধিকাংশ মানুষ। এই পরিস্থিতিতে আয়হীন সেসকল মানুষের সহায়তা করার কথা ভেবে শুক্রবার (১৮ এপ্রিল) এমন নির্দেশ দিয়েছেন উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন সরকার। মহারাষ্ট্র স্টেট হাউসিং ডিপার্টমেন্ট এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ জারি হয়।

মহারাষ্ট্র স্টেট হাউসিং ডিপার্টমেন্ট বাড়িওয়ালাদের জন্য নির্দেশ জারি করেছে যেন তারা আগামী তিন মাস ভাড়া না নেয়। অপরদিকে এই পরিস্থিতিতে কোনো ভাড়াটিয়া বাসা ভাড়া না দিলে তাকে যেন উচ্ছেদ না করা হয়।

coronaমহারাষ্ট্রে এখন পর্যন্ত ৩ হাজার ২০০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এবং সেখানে এই প্রাণ’ঘাতী ভাইরাসে মৃ’ত্যুবরণ করেছেন ১৯৪ জন। সুত্র – বাংলাদেশ টুডে