ঢাকা, Thursday, 2 May, 2024

aligআওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটিতে ছাত্রদলের সাবেক ক্যাডাররা স্থান পেয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়া গঠনতন্ত্র না মেনে জেলা কমিটির সদস্যদেরও কেন্দ্রীয় উপকমিটিতে ঠাঁই দেয়া হয়েছে।

অনুসন্ধানে জানা গেছে, আওয়ামী লীগের ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ব্যরিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফলের সহ সম্পাদক হিসাবে দায়িত্ব পেয়েছেন তিন জন। তাদের মধ্যে ছাত্রদলের ক্যাডারও রয়েছে। সহসম্পাদক ও উপ কমিটির সদস্যদের মধ্যে রিয়াজ এবং এস ডি রুবেল ঠাঁই পেয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে। রিয়াজ ছাত্রদলের ঢাকা কলেজ শাখার ক্যাডার ছিলেন। এছাড়া আওয়ামী লীগের অনুমোদিত উপ-কমিটিতে সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির তিন নম্বর সদস্য হিসেবে আছেন জনপ্রিয় সংগীত শিল্পী এস ডি রুবেল।

উপ-কমিটিতে এস ডি রুবেলের জায়গা পাওয়া নিয়ে দলের ভেতরে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এমনকি বিএনপি নেতারাও হাস্যরস করছেন বিষয়টি নিয়ে।

এস ডি রুবেল বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) দীর্ঘ দিন কেন্দ্রীয় নেতা ছিলেন। এ ছাড়া ছাত্রজীবনে ঢাকা কলেজে ছাত্রদলের নেতা ও ক্যাডার হিসেবে পুরো ছাত্রজীবন পার করেছেন। এমনকি এস ডি রুবেল ছাত্রদলের ঢাকা কলেজ শাখার সাংস্কৃতিক সম্পাদকও ছিলেন।

এস ডি রুবেল যখন ছাত্রদল করতেন সে সময় ঢাকা কলেজে ছাত্রলীগের একাধিকজন উপ-কমিটিতে জায়গা পেয়েছেন। তাদের একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, রুবেলের হাতে ছাত্রলীগের অনেক ত্যাগী নেতাকর্মী নির্যাতিত হয়েছে। এছাড়া ছাত্রদলের ঢাকা কলেজের সাবেক ক্যাডার জিপসি রুবেলও ঠাঁই পেয়েছেন। কবীর নামেও একজন ছাত্রদল ক্যাডার যিনি ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জাহিদ গ্রুপের একজন অস্ত্রধারী ছিলেন।

ছাত্রদলের ক্যাডার এবং নিয়ম না মেনে এসব পদ দেয়ায় খোদ আওয়ামী লীগের মধ্যেই বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, কে কোন পোস্ট পেয়েছে তা আমার জানা নেই। আমি কোনো কাগজে স্বাক্ষর করিনি। তাই এ বিষয়ে কোনো মন্তব্য নেই।

এদিকে, গতকাল বুধবার সন্ধ্যার পর থেকেই আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত বিভিন্ন উপ কমিটি এবং সহ-সম্পাদকের নাম বেরিয়ে আসে। -পূর্বপশ্চিমবিডি