ঢাকা, Saturday, 27 April, 2024

jরাইড শেয়ারিংয়ে যারা গাড়ি চালান তাদের ভ্যাট দিতে হবে না। রাইড শেয়ারিং অ্যাপস পরিচালনাকারী প্রতিষ্ঠানের প্রাপ্ত টাকার ওপরেই শুধু ভ্যাট বসবে।

এক্ষেত্রে চালকের আয়ে কোনো প্রভাব পড়বে না।

রাইড শেয়ারিংয়ের ওপর ৫ শতাংশ ভ্যাট ধার্য্য করে করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বিষয়টি ব্যাখ্যা করেছে এনবিআর।

এনবিআরের ব্যাখ্যায় বলা হয়েছে, রাইড শেয়ারিংয়ের ক্ষেত্রে যে ৫ শতাংশ ভ্যাট ধার্য্য করা হয়েছে তা ওই রাইড পরিচালনাকারী প্রতিষ্ঠানের আয়ের ওপর কার্যকর হবে। এক্ষেত্রে রাইড সেবাদাতা বা সেবা গ্রহীতাকে (চালক বা যাত্রী) কোনো ভ্যাট দিতে হবে না।

রাইড শেয়ারিংয়ে সেবাদাতা চালক যখন কোনো যাত্রী নিয়ে গন্তব্যে পৌঁছান তখন তার প্রাপ্ত অর্থ থেকে একটি অংশ পায় ওই অ্যাপ পরিচালনাকারী প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানের প্রাপ্ত অর্থেই ভ্যাট কার্যকর হবে।