ঢাকা, Monday, 29 April, 2024

internetপররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশের প্রথম ‘ওয়াইফাই সিটি’ হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছে সিলেট নগরী।

নগরীর ১২৬টি এক্সেস পয়েন্টে ফ্রি ইন্টারনেট সেবা চালুর মধ্য দিয়ে ‘ওয়াইফাই সিটি’ হিসেবে আত্মপ্রকাশ করছে সিলেট। যার মাধ্যমে নগরীর ১৭৪টি এলাকার মানুষ পেতে যাচ্ছে ফ্রি ইন্টারনেট সেবা।

এরই মধ্যে নগরীর ১২৬টি স্থানে রাউটার স্থাপন করা হয়েছে। সেইসাথে চলছে সংযোগ পরীক্ষা-নিরীক্ষার কাজ। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আসলাম উদ্দিন।

তিনি জানান- নগরীর ১৭৪টি এলাকা মানুষকে ফ্রি ইন্টারনেট সেবা দিতে ১২৬টি স্থানে রাউটার স্থাপনের কাজ শেষ। এখন চলছে সংযোগ স্থাপনের কাজ।

যে এলাকায় সংযোগ স্থাপন হচ্ছে, সেখানের মানুষ মাঝে মাঝে এর সেবাটাও নিতে পারছে। তবে কিছুদিনের মধ্যেই ফ্রি ইন্টারনেট সেবার আওতায় আসছে সিলেট নগরী, যা দেশের মধ্যে প্রথম।

নগরীতে ফ্রি ইন্টারনেট সেবা কার্যক্রম বাস্তবায়ন করছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এবং এর তত্ত্বাবধানে থাকবে সিলেট সিটি কর্পোরেশন।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে সিলেটকে ‘ওয়াইফাই সিটি’ আখ্যা দিয়ে এর ইউজার নেম ‘ডিজিটাল বাংলাদেশ’ ও পাসওয়ার্ড হিসেবে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ঘোষণা করেছেন।

আর ‘ওয়াইফাই সিটি’ হিসেবে সিলেটের যাত্রা শুরুর মধ্য দিয়ে সিলেট-১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের আরেকটি নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ হলো বলে মনে করছেন সিলেটের মানুষ।

নির্বাচনের আগে তিনি ‘আলোকিত উন্নত সিলেট’র যে স্বপ্ন দেখিয়েছিলেন, তাতে সিলেটকে একটি স্মার্ট নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ছিল।

সে লক্ষ্যে পুরো নগরীকে সিসি ক্যামেরার আওতায় আনা, ‘ওভারহেড ক্যাবল লাইন’ অপসারণ করে ‘আন্ডারগ্রাউন্ড’ করাসহ বিভিন্ন প্রকল্পের কাজ এখন দ্রুত এগিয়ে চলছে। এসব উন্নয়ন কাজ শেষ হলে সিলেট পুরোপুরি স্মার্ট সিটিতে রূপান্তর হবে বলে মনে করছেন সিলেটের মানুষ।