ঢাকা, Monday, 29 April, 2024

pmবঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে থাকছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরাসরি না থাকলেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হবেন তিনি।

বুধবার (১১ মার্চ) দেশটির পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মুজিববর্ষের অনুষ্ঠানে যোগ দিতে আগামী সপ্তাহে মোদীর ঢাকা সফরে আসার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল হয়ে যায়।

ভারতীয় সংবাদ সংস্থা হিন্দুস্থান টাইমস ও টাইমস অব ইন্ডিয়া পৃথক প্রতিবেদনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে দুই দিনের সফরে ০২ মার্চ ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। সফরকালে তিনি ভারতীয় প্রধানমন্ত্রীর ঢাকা সফরের সময়সূচি নির্ধারণ করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে আগামী ১৭ মার্চ মোদীর ঢাকায় আসার কথা ছিল। তবে বাংলাদেশে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের পর মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠান কাটছাঁটের সিদ্ধান্ত নেয় সরকার।

যার প্রেক্ষিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মোদীর ঢাকা সফরের সময়টি পেছানো হয়। মন্ত্রণালয়ের মুখপাত্র রবিশ কুমার সাংবাদিকদের জানান, করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় জনস্বাস্থ্যের কথা ভেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানের সূচিতে পরিবর্তন এনেছে ঢাকা।

অনুষ্ঠানমালার নতুন সূচি পরবর্তী সময়ে নয়াদিল্লিকে জানানো হবে বলেও চিঠি পাঠিয়েছে বাংলাদেশ সরকার।