প্রকাশিত: জানুয়ারী ১৮, ২০১৮ ৭:৩৩ পিএম
mp

mpশরীয়তপুরের জাজিরা উপজেলায় মুক্তিযোদ্ধাদের সমাবেশে মুক্তিযোদ্ধা আলী হোসেন খানকে অকথ্য ভাষায় গালিগালাজ ও লাঞ্ছিত করার প্রতিবাদে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হকের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

একই সঙ্গে এমপির বিচার দাবিতে স্বারকলিপি দিয়েছে জেলা মুক্তিযোদ্ধাদের একাংশ। তারা অভিযোগ করে বলেন, মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে দেশ স্বাধীন করেছে। তারা জাতির শেষ্ঠ সন্তান। আর এ মুক্তিযোদ্ধাকে এমপি বিএম মোজাম্মেল হক অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। মুক্তিযোদ্ধাকে অপমান করে দেশের সব মুক্তিযোদ্ধাকে অপমান করেছেন। আমরা বিএম মোজাম্মেল হকের বিচার চাই।

বৃহস্পতিবার দুপুরে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করে এ বিচার দাবি করেন মুক্তিযোদ্ধারা।

এ সময় উপস্থিত ছিলেন- শরীয়তপুর পৌরসভার সাবেক মেয়র মুক্তিযোদ্ধা আব্দুর রব মুন্সী, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার আব্দুল জলিল হাওলাদার, জাজিরা থানার যুদ্ধকালীন কমান্ডার আব্দুর রাজ্জাক, মুক্তিযোদ্ধা আবুল কাশেম মিয়া, মো. আলীম উদ্দিন শেখ, শেখ মো. সোলাইমান, আবুল হাশেম মিয়া, আদেল উদ্দিন মাস্টার, আবুল কাশেম ফকির, মোতাহার দেওয়ান, সলেমান বেপারী ও আব্দুর রহমান খান প্রমুখ।

স্থীনীয় সূত্রে জানা যায়, জাজিরা উপজেলার জাজিরা মহর আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে গত ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করেন জাজিরা উপজেলা প্রশাসন।

অনুষ্ঠানে বেলা ১১টার দিকে সংসদ সদস্য বিএম মোজাম্মেল হক উপস্থিত হন। তখন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জাজিরা পৌরসভার ৫নং ওয়ার্ডের খোশাল সিকদারকান্দি গ্রামের মৃত সবদর খানের ছেলে মো. আলী হোসেন খান (৬৬) নামে এক মুক্তিযোদ্ধার সঙ্গে এমপির তর্কবিতর্ক হয়।

একপর্যায়ে এমপিকে মুক্তিযোদ্ধা আলী হোসেন খান বলেন, মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠানে রাজাকারদের সামনে দাঁড় করিয়েছেন কেন?

তখন এমপি বিএম মোজাম্মেল হক ক্ষিপ্ত হয়ে মুক্তিযোদ্ধা আলী হোসেন খানকে বলেন, ‘আপনি বাজে কথা বলবেন না। আপনি ফালতু কথা বলেন। আপনি কি মুক্তিযোদ্ধাদের সার্টিফিকেট দেবেন। আপনার থেকে আমার বয়স কম নাকি। এরকম ফালতু কথা বলবেন না। আপনি সবাইকে রাজাকার বানাচ্ছেন। বালের মুক্তিযোদ্ধা হইছেন।’ এসব বলে এমপি গালি দেন।

এমপি মোজাম্মেল হক ও মুক্তিযোদ্ধা আলী হোসেন খানের ওই তর্ক-বিতর্কের ভিডিও গত ১৫ জানুয়ারি ‘আমরা বাঙালি’ নামের একটি ফেসবুক পেজ ও ইউটিউবে ছড়িয়ে পড়ে।

জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযাদ্ধাদের গালি দেয়ায় শরীয়তপুর জেলার মুক্তিযোদ্ধারা শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য বিএম মোজাম্মেল হকের বিচার দাবিতে বৃহস্পতিবার মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন।

এ বিষয়ে মুক্তিযোদ্ধা মো. আলী হোসেন খান জাগো নিউজকে বলেন, ‘১৬ ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে রাজাকারের সন্তানদের সামনে দাঁড় করিয়েছেন এমপি। তার প্রতিবাদ করায় আমাকে বিএম মোজাম্মেল হক এমপি বেয়াদব ও বালের মুক্তিযোদ্ধা বলেছেন। একজন এমপি হিসেবে এ কথা তার মুখে কি মানায়? আমি জাতির কাছে এমপির বিচার দাবি করছি।’

এ নিয়ে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য বিএম মোজাম্মেল হক বলেন, সেদিন তেমন কিছুই হয়নি। তিনি আরেকজনকে রাজাকার বললেন কেন? তিনি তো রাজাকার বলতে পারেন না। তাই ওসব বলেছি।

এ ব্যাপারে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার আব্দুল জলিল হাওলাদার বলেন, গত ১৬ ডিসেম্বর এমপি বিএম মোজাম্মল হক মুক্তিযোদ্ধাদের এভাবে গালাগালি করে অন্যায় করেছেন। আমি এ অন্যায়ের প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে এমপির বিচার দাবি করছি।

এদিকে, মুক্তিযোদ্ধা আব্দুর রব মুন্সী বলেন, আওয়ামী লীগ কিংবা এমপি হলেই তিনি মুক্তিযোদ্ধাদের এভাবে গালিগালাজ করতে পারেন না। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি এ এমপির বিচার দাবি করছি।

জানতে চাইলে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কমান্ডার আব্দুস সাত্তার খান বলেন, বর্তমানে আমি চট্টগ্রামে আছি। শুনেছি ফেসবুকে এমন একটি ভিডিও বের হয়েছে। তবে রাজনৈতিক কোনো ব্যাপার থাকতে পারে এখানে।

পাঠকের মতামত

irfan_khan

মা’রা গেছেন ইরফান খান

না ফেরার দেশেই চলে গেলেন ইরফান খান। ৫৪ বছর বসেই চলে গেলেন বলিউড অভিনেতা ইরফান ...
siria

১৩ বছর ধরেই তারা লকডাউনে

‘লকডাউন’ শব্দটির সঙ্গে বিশ্ব নতুন পরিচিত হলেও এ বাস্তবতার সঙ্গে অনেক আগেই মানিয়ে নিয়েছে ফিলিস্তিনের ...
govt

বাড়ছে না আর সরকারি ছুটি!

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। এর সংক্রমণ প্রতিরোধে প্রায় এক মাসেরও ...