প্রকাশিত:
জানুয়ারী ১১, ২০১৮ ৮:৪১ পিএম
দেশের সফটওয়্যার খাতের শীর্ষ বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসের (বেসিস) সভাপতি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পর বেসিস থেকে পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার তাঁর পদত্যাগের পর বেসিসের নির্বাহী কমিটির বৈঠকে সর্বসম্মতি ক্রমে নতুন সভাপতির দায়িত্ব পেয়েছেন মেট্রোনেটের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আলমাস কবির ও পরিচালক (কো-অপট) হিসেবে দায়িত্ব পেয়েছেন রেডিসন ডিজিটাল টেকনোলজিস লিমিটেডের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা দেলোয়ার হোসেন ফারুক।
পাঠকের মতামত