প্রকাশিত: আগস্ট ২০, ২০১৯ ১২:২০ পিএম
mical

mical

পপ সম্রাট মাইকেল জ্যাকসনের বোন জ্যানেট জ্যাকসন। তার রগরগে আবেদনময়ী গানের জন্য বিশ্ববাসী একটি বিশেষ দৃষ্টিতেই চিনত।

কিন্তু হঠাৎ করেই সেই পরিচয়ে তিনি নিজেই ছেদ ঘটান। ভক্তদের কাছে চির পরিচিত এই জ্যানেট জ্যাকসন বদলে গেলেন খুব অল্প সময়ে।

নিজের ধর্মকে বদলে নিজেকে মুসলিম ধর্মানুসারীর দলে অন্তর্ভুক্ত করেন। এর পেছনে অবশ্য অন্য একটি কারণ রয়েছে।

আর সেই কারণ হলো, একটি মুসলিম পরিবারের বউ হওয়া। ২০১২ সালে তিনি কাতারের মুসলিম বিলিয়নিয়ার উইসাম আল মানা নামের একজনকে বিয়ে করেন।

mical (3)

স্বামীর ধর্ম ইসলাম হওয়ায় নিজেও ধর্মকে বদলে নেন। আর ধর্মীয় পরিপন্থী হয় এমন কাজও ত্যাগ করেন একে একে।

প্রতিটি গানের ভিডিও, কনসার্ট বা শোতে তাকে দেখা গেছে রগরগে পোশাকে। এরই সঙ্গে উন্মত্ত নাচ আর অঙ্গভঙ্গির জন্য সর্বমহলে তিনি আলোচিত ছিলেন।

নতুন ধর্মান্তরিত হয়ে তিনি ভিন্ন রকম এক আনন্দও পেয়েছেন বলে খবর বের হয়। নতুন ধর্মের মধ্যে জ্যানেট তার আপন ঘর খুঁজে পান।

তার পরিবার ও বন্ধুরা সবাই জ্যানেটের সিদ্ধান্তকে সম্মান জানান। ইসলাম গ্রহণের পর জ্যানেট অনেকটা সময় ধরে ইসলাম এবং অনুসারীদের নিয়ে পড়াশোনায় ব্যয় করেন।

mical (2)

অশালীন ভঙ্গিতে নাচ ও যৌন আবেদনময় গানের কথা এখন তার জন্য অতীতের বিষয়।

দ্য সান বলছে, জ্যানেট তার সর্বশেষ ট্যুরের ইতি টানার সময় বলেন ‘ইনশাআল্লাহ্’।

২০০৮ সালে জ্যানেটের ভাই প্রয়াত পপ সম্রাট মাইকেল জ্যাকসন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে দাবি করেছিল ট্যাবলয়েডটি।

 

পাঠকের মতামত

siria

১৩ বছর ধরেই তারা লকডাউনে

‘লকডাউন’ শব্দটির সঙ্গে বিশ্ব নতুন পরিচিত হলেও এ বাস্তবতার সঙ্গে অনেক আগেই মানিয়ে নিয়েছে ফিলিস্তিনের ...