প্রকাশিত: জানুয়ারী ১৯, ২০১৮ ১০:০৫ এএম
pronob-mukharji-at-bangladesh

pronob-mukharji-at-bangladeshগত ১৪ জানুয়ারি পাঁচ দিনের সফরে বাংলাদেশে আসেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে তিনি ঢাকা ছেড়ে যান। সফরে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন ভারতের সাবেক এ রাষ্ট্রপতি।

এরই মধ্যে তার অংশ নেয়া একটি অনুষ্ঠানের ছবি নিয়ে চলছে বিতর্ক। ছবিটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যায়, সামনে চেয়ারে বসে আছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। আর তার পেছনে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, স্পিকার শিরীন শারমিন চৌধুরী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী দাঁড়িয়েছেন। কিন্তু বসে থাকা ভারতের সাবেক রাষ্ট্রপতির সাথে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতির দাঁড়িয়ে থাকা সমালোচনার জন্ম দিয়েছে।

ছবিটি শেয়ার করে ফেসবুকে মহিউদ্দিন আহমেদ সৈকত নামের একজন ব্যবহারকারী লিখেছেন, ‘বসে আছে ভারত, দাড়িয়ে আছে বাংলাদেশ!’

হুসাইন তারেক নামের আরেক ব্যবহারকারী লিখেন, ‘সাবেক রাষ্ট্রপতি ২ জন। কিন্তু চেয়ার কেন একজনের জন্য? অপছন্দ করলেও এরশাদ আমার দেশের সাবেক রাষ্ট্রপতি ছিলেন। তাহলে এ সম্মান তাকে কেন দেয়া হয় নি?’

কাউসার আজম নামের আরেক ব্যবহারকারী লিখেন, ‘জনাব প্রণব মুখার্জি ভারতের সাবেক রাষ্ট্রপতি। সৈরাচার বলি আর যাই বলি, জনাব হুসেইন মুহম্মদ এরশাদও বাংলাদেশের একজন সাবেক রাষ্ট্রপতি। প্রণব মুখার্জির বয়স কত তা জানা নেই। তবে এরশাদের বয়স প্রায় ৯০ বছর। দুইজনের বয়স কাছাকাছি হবে হয়তো। ভারতের সাবেক রাষ্ট্রপতি চেয়ারে বসে থাকবেন আর বাংলাদেশের মাননীয় স্পিকার ও মন্ত্রীরা দণ্ডায়মান মেনে নিলাম। কিন্তু সাবেক রাষ্ট্রপতি এরশাদও দাড়িয়ে থাকবেন, এটা বেখাপ্পাই লাগে। একজন সাবেক রাষ্ট্রপতি চেয়ারে আরামে বসে থাকবেন আর আরেকজন সাবেক রাষ্ট্রপতি দাড়িয়ে ফটোসেশনে অংশ নেবেন, এটা দৃষ্টিকটু নয় কি?’

পাঠকের মতামত

irfan_khan

মা’রা গেছেন ইরফান খান

না ফেরার দেশেই চলে গেলেন ইরফান খান। ৫৪ বছর বসেই চলে গেলেন বলিউড অভিনেতা ইরফান ...
siria

১৩ বছর ধরেই তারা লকডাউনে

‘লকডাউন’ শব্দটির সঙ্গে বিশ্ব নতুন পরিচিত হলেও এ বাস্তবতার সঙ্গে অনেক আগেই মানিয়ে নিয়েছে ফিলিস্তিনের ...
govt

বাড়ছে না আর সরকারি ছুটি!

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। এর সংক্রমণ প্রতিরোধে প্রায় এক মাসেরও ...