বলিউড তারকা সাইফ আলি খানের কন্যা হিসেবে বেশ আলোচিত সারা আলি খান। তার মধ্যে ‘কেদারনাথ’ ছবিতে অভিনয় করায় তাকে নিয়ে আলোচনা আরো বেড়েছে।
সম্প্রতি সারা আলি খানের পুরনো ভিডিও নতুন করে অনলাইন দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওতে সারাকে তার বন্ধু-বান্ধবীদের সঙ্গে আড্ডা দিতে দেখা যায়। এ সময় দুষ্টামি-ফাজলামির তালে কী কাণ্ডই না করে বসলেন। কেউ কেউ এই ভিডিওকে বাজে ও নোংরা বলে মন্তব্য করেছেন।
ভিডিওটা দেখে অনেকে ভিমড়ি খেতে পারেন। কারণ এই ভিডিওতে মোটা-সোটা এক সারাকে দেখা যায়। অবশ্য বর্তমানের সারা বেশ স্লিম। ‘কেদারনাথ’ ছবির প্রস্তাব পাওয়ার পর থেকে তিনি স্লিম হওয়ার চেষ্টা শুরু করেন। শেষ পর্যন্ত অবশ্য স্লিম ফিগারে আসতে পেরেছেন এই অভিনেত্রী।
চলতি বছরের শেষের দিকে সারা আলি খান ও সুশান্ত সিং রাজপুতের ছবি ‘কেদারনাথ’ মুক্তি পাওয়ার কথা রয়েছে। সাইফ আলি খান ও অমৃতা সিংয়ের কন্যা হিসেবে সারা আলি খানের প্রতি সিনেমার দর্শক ও ভক্তদের যথেষ্ট আগ্রহ লক্ষ্য করা যায়।
পাঠকের মতামত