আবু তাহের মুহম্মদ গােলাম মাওলা চৌধুরী
আবু তাহের মুহম্মদ গােলাম মাওলা চৌধুরী, পরিচ্ছন্ন এক রাজনীতিবিদ। ছাগলনাইয়া পশুরাম-ফুলগাজী, ফেনী-১নির্বাচনী এলাকা নিয়ে যার ...
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপ-নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে নির্বাচনের তফসিলও তিন মাসের জন্য স্থগিত ঘোষণা করেছেন আদালত।
বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার রুলসহ এই আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী কামরুল হক সিদ্দিকী ও আইনজীবী মোস্তাফিজুর রহমান খান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান।
গত ৯ জানুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপ-নির্বাচনসহ সিটি কর্পোরেশনে নতুন যুক্ত হওয়া এলাকায় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
ওই তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে গতকাল হাইকোর্টে পৃথক দুটি রিট করেন ভাটারা ইউপির চেয়ারম্যান আতাউর রহমান ও বেরাইদ ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
সে রিটের শুনানি নিয়ে আদালত আদেশের জন্য বুধবার দিন ধার্য করেছেন।
পাঠকের মতামত