ঈশ্বরগঞ্জে ক্রাউডফান্ডিং ফাউন্ডেশনের উদ্যোগে এমএ বাশারের কম্বল বিতরণ

cffশীতার্ত্ব,সুবিধাবঞ্চিত মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে সহস্রাধিক দুঃস্থ মানুষের মাঝে ক্রাউডফান্ডিং ফাউন্ডেশন এর উদ্যোগে শীতবস্র বিতরণ করলেন এলডিপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক,ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জের প্রিয় মুখ,ক্রাউডফান্ডিং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা আলহাজ্ব এমএ বাশার৷

শনিবার সকাল থেকে শুরু করে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত চলমান এই কর্মসূচিতে নারী-পুরুষ মিলিয়ে প্রায় ১৫০০ লোকের মাঝ কম্বল বিতরণ করা হয়৷পাশাপাশি ৫০০ পথশিশুদের মাঝে সোয়েটার বিতরণ করেন এমএ বাশার৷বাশার বলেন,রাজনীতি করি মানুষের জন্য৷রাজনীতিতে আসার আগে থেকেই মানব কল্যাণার্থে কাজ করতাম৷তারই ধারাবাহিকতায় আজকের এই কর্মসূচি৷তিনি আরও বলেন,যদি প্রতিটি রাজনীতিবিদ মানুষের জন্য এগিয়ে আসে সহযোগিতার হাত বাড়িয়ে তাহলে অতি অল্প সময়ে প্রতিটা এলাকা সহ পুরো দেশ বদলে যাবে৷আগামীতেও তিনি এরকম মানব কল্যাণকর কাজের ইচ্ছা পোষণ করে সবার কাছে দোয়া চান৷

উল্লেখ্য সামাজিক সংগঠন ক্রাউডফান্ডিং ফাউন্ডেশনের উদ্যোগে খুব শীঘ্রই শেরপুর জেলার শীতার্ত্বদের মাঝে কম্বল বিতরণ করা হবে৷