আবু তাহের মুহম্মদ গােলাম মাওলা চৌধুরী
আবু তাহের মুহম্মদ গােলাম মাওলা চৌধুরী, পরিচ্ছন্ন এক রাজনীতিবিদ। ছাগলনাইয়া পশুরাম-ফুলগাজী, ফেনী-১নির্বাচনী এলাকা নিয়ে যার ...
নতুন ছবি নিয়ে মোহাম্মদ মোস্তফা কামাল রাজের চমক যেন থামছেই না। এবারের চমকটা ‘যদি একদিন’ ছবিতে তাহসানের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী।
যদিও এই ছবিতে তাহসান ছাড়াও অভিনয় করবেন তাসকিন। এখন শ্রাবন্তী আসলে কার নায়িকা সেটাও একটা প্রশ্ন। কেননা তাসকিনও এই ছবির নায়ক। তবে ‘যদি একদিন’ ছবিতে রাজ শ্রাবন্তীকে চুক্তি করিয়েছেন। শ্রাবন্তীর সাথে চুক্তির ছবিও গণমাধ্যমের নিকট এসেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় মোহাম্মদ মোস্তফা কামাল রাজ কালের কণ্ঠকে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। মোস্তফা কামাল কালের কণ্ঠকে বলেন, শ্রাবন্তী যদি একদিন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। তার সাথে ইতোমধ্যে চুক্তি হয়ে গেছে। ছবিতে তাহসান ও তাসকিন কার নায়িকা হিসেবে থাকছেন সেটা এখনই বলতে চাননি জনপ্রিয় এই নির্মাতা।
পাঠকের মতামত