বাংলাদেশের উন্নয়নের গল্প শুনতে ঢাকায় এসে পৌঁছেছেন বিশ্ব ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ক্রিস্টালিনা জর্জিভা। বাংলাদেশে এটিই তার প্রথম সফর। বিষয়টি নিশ্চিত করে বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ের জ্যেষ্ঠ যোগাযোগ কর্মকর্তা মেহরিন আহমেদ মাহবুব বলেন, ‘তিনি (ক্রিস্টালিনা জর্জিভা) আজ (বুধবার, ১০ জুলাই) ঢাকায় পৌঁছেছেন।’
দুই দিনের সফরে প্রধানমন্ত্রী, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। এছাড়া বিশ্বব্যাংকের সহায়তাপ্রাপ্ত একটি প্রকল্প পরিদর্শন করবেন। ক্রিস্টিলিনা জর্জিভা আজ ঢাকায় অনুষ্ঠেয় গ্লোবাল কমিশন অন অ্যাডাপটেশনের (জিসিএ) তৃতীয় নির্বাহী বৈঠকে যোগ দেবেন।
জর্জিভা বলেন, ‘বাংলাদেশকে গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী হিসেবে পেয়ে বিশ্বব্যাংক গর্বিত। আমরা বাংলাদেশের উন্নয়নের গতিশীলতা বাড়াতে ত্বরান্বিত সহায়তা করব।’ তিনি আরও বলেন, ‘ঝুঁকিতে থাকা দেশগুলোর অন্যতম হওয়া সত্ত্বেও বাংলাদেশ বিশ্বকে দেখিয়েছে অভিযোজন ও দুর্যোগ মোকাবেলায় কীভাবে প্রস্তুতি নেওয়া যায়। আমি বাংলাদেশের উদ্ভাবনগুলো এবং তা অন্য কোথাও কীভাবে প্রয়োগ করা যায়, সে সম্পর্কে জানতে চাই।’
পাঠকের মতামত