ই-কমার্স ব্যবসায়িদের সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর নতুন ইসি কমিটির নাম ঘোষণা করা করেছে। নতুন ইসি কমিটিতে শমী কায়সার সভাপতি এবং আব্দুল ওয়াহেদ তমাল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
দুই বছর মেয়াদের কার্যনির্বাহী কমিটির নাম আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। আগামি সপ্তাহ থেকে নতুন কমিটির কাযকর্ম শুরু হবে।
নতুন ইসি কমিটিতে শমী কায়সার সভাপতি, রেজাউনুল হক জামিসহ-সভাপতি, আব্দুল ওয়াহেদ তমাল সেক্রেটারি জেনারেল, নাসিমা আক্তার নিশা জয়েন্ট সেক্রেটারি, আব্দুল হক অনু ফাইন্যান্স সেক্রেটারি, রাজিব আহমেদ ডিরেক্ট ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, আশিষ চক্রবর্তী ডিরেক্ট কর্পোরেট অ্যাফেয়ার্স, তানভীর এ মিশুক ডিরেক্ট গভ. অ্যাফেয়ার্স, শাহাব উদ্দিন শিপন ডিরেক্ট কমিউনিকেশন।
নতুন কমিটিকে স্বাগত জানিয়ে ই-ক্যাব এর সাবেক সভাপতি রাজিব আহমেদ বলেন, ‘বর্তমানে ৭৫০টি মেম্বার কম্পানি আছে ই-ক্যাব এর। আশা করি, নতুন কমিটির হাত ধরে ই-ক্যাব আরো অনেক দূর এগিয়ে যাবে।’
পাঠকের মতামত