প্রকাশিত:
জানুয়ারী ৩, ২০১৮ ৪:১৫ পিএম
মন্ত্রিসভায় বড় পরিবর্তন এসেছে। মঙ্গলবার শপথ নেওয়া তিন মন্ত্রীর দায়িত্ব নির্ধারিত হয়েছে। আর তাঁদের দায়িত্ব প্রদানের পাশপাশি মন্ত্রিসভায়ও অনেক রদবদল হয়েছে।
মঙ্গলবার শপথ নেওয়া মোস্তাফা জব্বার ডাক, টেলি ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, এ কে এম শাহজাহান কামাল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, নারায়ণ চন্দ্র চন্দ মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় পেয়েছেন।
আর মন্ত্রণালয় পরিবর্তন হয়ে বিমান ও পর্যটনের রাশেদ খান মেনন যাচ্ছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়। বন ও পরিবেশ থেকে আনোয়ার হোসেন মঞ্জু যাচ্ছেন পানিসম্পদ মন্ত্রণালয়ে। আনিসুল ইসলাম পানিসম্পদ থেকে যাচ্ছেন বন ও পরিবেশ মন্ত্রণালয়ে।
এছাড়া নূরুজ্জামান আহমেদ সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, কাজী কেরামত আলী শিক্ষা প্রতিমন্ত্রী, তারানা হালিম তথ্য প্রতিমন্ত্রী হচ্ছেন।
পাঠকের মতামত