ঢাকা, Friday, 3 May, 2024

jobbarছোটবেলায় কবি কাজী কাদের নেওয়াজের বিখ্যাত কবিতা ‘শিক্ষাগুরুর মর্যাদা’ পড়েননি এমন মানুষ খুঁজে পাওয়া দায়। কবিতাটির মর্মবাণীও সবার হৃদয়ে আছে বলেই এখনো সবাই শিক্ষকদের সম্মান করেন। বাদশাহ আলমগীরের পুত্রকে দিয়ে শিক্ষকের মর্যাদা যেভাবে প্রতিষ্ঠিত করেছিলেন কবি কাজী কাদের নেওয়াজ ঠিক সেভাবেই অনন্য এক নজির স্থাপন করলেন নতুন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা গেছে মন্ত্রিসভার নতুন সদস্য মোস্তফা জাব্বার তার শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর এমিরেটাস আনিসুজ্জামানের পায়ে হাত দিয়ে সালাম করছেন। এটিকে আগামী প্রজন্মের জন্য শিক্ষণীয় বার্তা বলেও মন্তব্য করেছেন কেউ কেউ।

উল্লেখ্য, আধুনিক সমাজে আজকাল ছাত্ররা শিক্ষককে সেভাবে সম্মান দেখায় না। এমনকি ছাত্রের হাতে শিক্ষক লাঞ্চিত হওয়ার ঘটনাও ঘটেছে। সেদিক বিবেচনায় মোস্তফা জব্বারে এমন ছবি নতুন প্রজন্মকে শিক্ষকেরর প্রতি সম্মান দেখানোর অনন্য নজির হিসাবেই গণ্য হচ্ছে।