ঢাকা, Tuesday, 30 April, 2024

shap (2)

 

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা বাজারে জুতার দোকান পরিষ্কার করতে গিয়ে ২০০টি বিষাক্ত গোখরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে বড়খাতা বাজার রেল গেট এলাকায় সাফল্য সু-স্টোরের জুতার বক্স থেকে সাপের বাচ্চাগুলো বেড়িয়ে আসে।

দোকানের মালিক বাদশা মিয়া বলেন, করোনাভাইরাস পরিস্থিতির কারণে প্রায় এক মাস দোকান বন্ধ ছিল।

corona

 

তাই বৃহস্পতিবার দুপুরে দোকান পরিষ্কার করতে যাই। এ সময় দোকানের ভেতরের জুতার বক্সের মধ্যে প্রথম একটি বিষাক্ত গোখরা সাপ দেখতে পাই।

পরে একে একে জুতার বক্সগুলো খুললে সাপের বাচ্চা বের হতে শুরু করে।

এ সময় উপস্থিত ক্রেতারা আতঙ্কিত হয়ে পড়েন।

পরে স্থানীয়রা লাঠি দিয়ে সাপের বাচ্চাগুলোকে মেরে ফেলেন।

shap (4)

 

দোকান থেকে ২০০টি গোখরা সাপের বাচ্চা বের করে মেরে ফেলা হয়েছে।

তবে অনেক খোঁজাখুঁজি করেও মা গোখরাটির সন্ধান পাওয়া যায়নি।

বড়খাতা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর সাত্তার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিষয়ে বড়খাতা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে সদস্য আব্দুর সাত্তার বলেন, ওই দোকানে আরও সাপ থাকতে পারে।

shap (3)

 

তাই দোকানের মালিক বাদশাকে সব কিছু পরিস্কার করে দোকানটি খুলতে বলা হয়েছে।

লালমনিরহাট জেলা সহকারী বন সংরক্ষক কাশ্যপী বিকাশ চন্দ্র জানান, বিষয়টি আমাদের জানা ছিল না।

তবে ছানাগুলো উদ্ধারের সময় খবর দিলে আমরা সেগুলো মেরে না ফেলার জন্য তাদেরকে অনুরোধ করতাম।

এ ছাড়া সেগুলো উদ্ধার করে বনে ছেড়ে দেওয়া হতো।

shap