জেনে নিন ২০১৮ সালের সকল গুরুত্বপূর্ণ খেলার পূর্ণাঙ্গ সূচী

জেনে নিন ২০১৮ সালের সকল গুরুত্বপূর্ণ খেলার পূর্ণাঙ্গ সূচী

alll-gamesবিদায় ২০১৭, আজ পূর্ব আকাশ থেকে ২০১৮ সালের প্রথম সূর্য উঠেছে। অনেক ঘটন-অঘটনের মিশ্রনে ২০১৭ সালে ক্রীড়াঙ্গন বেশ জমজমাটই ছিল। এই বছর আরো জমজমার পরিস্থিতি অপেক্ষা করছে। রাশিয়াতে বসছে ফুটবলের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ ফুটবল। ফুটবল বিশ্বকাপ শুধু ফুটবলের নয়, বিশ্বের সকল ক্রীড়ার মধ্যেই অন্যতম সেরা।

শুধু বিশ্বকাপ ফুটবল নয়, কমনওয়েলথ গেমস, ক্রিকেটের যুব বিশ্বকাপ, এশিয়া কাপ ক্রিকেট, ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর আইপিএল আছে চলতি বছরে। টেনিসে চার চারটি গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের আয়োজন হবে চলতি বছরে। ফুটবলে লিগের খেলাতো থাকছেই। সাথে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা নির্ধারণী ম্যাচও আছে।

সব মিলিয়ে ক্রীড়াঙ্গনের জন্য রমরমা একটি বছর হতে যাচ্ছে ২০১৮। চলুন এক নজরে দেখে নেওয়া যাক, চলতি বছর গুরুত্বপূর্ণ ক্রীড়া আসরগুলোর চূড়ান্ত সূচী।

১৩ জানুয়ারি থেকে ৩ ফ্রেব্রুয়ারি পর্যন্ত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট। ভেন্যু নিউজিল্যান্ড।

টেনিসে অস্ট্রেলিয়ান ওপেন শুরু হবে জানুয়ারির শেষ ভাগে। অস্ট্রেলিয়ার মেলবোর্নে ১৫-২৮ জানুয়ারি চলবে এই আসর।

বিশ্বকাপ ক্রিকেটের বাছাইপর্ব। জিম্বাবুয়েতে চলবে ২-২৫ মার্চ পর্যন্ত।

কমনওয়েলথ গেমস চলবে ৪ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত। অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে অনুষ্ঠিত আসরটি

ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর আইপিএল শুরু হবে ৪ এপ্রিল। ৩১ মে পর্যন্ত চলবে ভারতের ঘরোয়া এই আসর।

স্প্যানিশ ফুটবলের অন্যতম সেরা প্রতিযোগিতা কোপা ডেল রের ফাইনাল ২১ এপ্রিল।

বছরের প্রথম ‘এল ক্লাসিকো’ ৬ মে। বার্সেলোনার মাঠ ন্যু ক্যাম্পে খেলতে আসবে রিয়াল মাদ্রিদ।

মে মাসের ১১ থেকে ১৫ তারিখ পর্যন্ত ডাবলিনে আয়ারল্যান্ড নিজেদের অভিষেক টেস্ট খেলবে পাকিস্তানের বিপক্ষে।

উয়েফা ইউরোপা লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৬ মে। ফ্রান্সের লিঁও’তে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

ক্লাব ফুটবলের সবচেয়ে বড় টুর্নামেন্ট উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফাইনাল অনুষ্ঠিত হবে ২৬ মে। ম্যাচটি অনুষ্ঠিত হবে ইউক্রেনের কিয়েভে।

টেনিসে ফ্রেঞ্চ ওপেন শুরু হবে ২ মে। ফ্রান্সের প্যারিসে এই টুর্নামেন্ট চলবে ১০ জুন পর্যন্ত।

কাঙ্ক্ষিত বিশ্বকাপ ফুটবল শুরু হবে জুনে। ১৪ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত রাশিয়ায় অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ফুটবল।

টেনিসের অন্যতম সেরা প্রতিযোগিতা উইম্বলডন চলবে ২ থেকে ১৫ জুলাই পর্যন্ত। অনুষ্ঠিত হবে লন্ডনে।

ইন্দোনেশিয়ার জাকার্তায় ১৮ আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলবে এশিয়ান গেমস।

টেনিসে ইউএস ওপেন শুরু হবে ২৭ আগস্ট। চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চলবে এই টুর্নামেন্ট।

টেনিসের ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস ১১ নভেম্বর থেকে ১৮ নভেম্বর। অনুষ্ঠিত হবে লন্ডনে।

ফুটবলে ক্লাব বিশ্বকাপ চলবে আগামী ডিসেম্বরের ১২ তারিখ থেকে ২২ তারিখ পর্যন্ত। সংযুক্ত আরব আমিরাতে হবে এবারের ক্লাব বিশ্বকাপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *