প্রকাশিত: জানুয়ারী ৩, ২০১৮ ১০:২৭ এএম
menn
Single Page Top

mennকলকাতায় ম্যাসাজ পার্লারে বডি ম্যাসাজ নিতে গিয়েই সর্বস্য হারালেন তিন বাংলাদেশি যুবক। তারা হলেন, চট্টগ্রামের হানি আহমেদ (২৫), মেহেবুব শাহরিয়র (২৬) এবং হান্নান আহমেদ (৩২)।

গত রবিবার (৩১ ডিসেম্বর) কলকাতার গিরিশ পার্ক এলাকায় এ ঘটনা ঘটে।

কলকাতায় কয়েকটা দিন কাটিয়ে দিল্লি ঘুরে দার্জিলিং যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। এ ব্যাপারে হান্নান আহমেদ জানান, কলকাতার পাশাপাশি দিল্লি ও দার্জিলিং হয়ে আমাদের বাংলাদেশে ফিরে যাওয়ার কথা ছিল, এখন আমাদের কাছে কোন অর্থই নেই। অর্থাভাবে ইতিমধ্যেই এক বন্ধু আজ সকালেই বাংলাদেশের উদ্দেশ্যে ফিরে গেছেন।

জানা যায়, ৩০ ডিসেম্বর ট্রেনে করে বাংলাদেশ থেকে কলকাতায় গিয়েছিলেন এই তিন যুবক। সেখানে গিয়ে কলকাতায় নিউমার্কেট এলাকায় একটি হোটেলে ওঠেন তারা। ৩১ ডিসেম্বর হোটেলের পাশেই তারা একটি ল্যাম্প পোস্টের গায়ে ‘রিল্যাক্সং বডি ম্যাসাজ’ সম্পর্কিত একটি বিজ্ঞাপন দেখেন। বিকালের দিকে বিজ্ঞাপনে দেয়া ফোন নম্বরে ফোন করতেই ম্যাসাজ সম্পর্কিত যাবতীয় তথ্যের বিবরণ দেওয়া হয়। আশ্বস্ত হয়ে ওই পার্লারে যাওয়ার ব্যাপারে মনস্থ করেন তাদের একজন। এরপর এক ঘণ্টার মধ্যেই ওই ম্যাসাজ পার্লার থেকে মোটরসাইকেল পাঠিয়ে দেওয়া হয় নিউমার্কেটে হোটেলের ঠিকানায়।

তিন জনই বাইকে চেপে রওনা দেয় গিরিশ পার্ক এলাকায় অবস্থিত ওই ম্যাসেজ পার্লারের উদ্দেশ্যে। সন্ধ্যা নাগাদ গিরিশ পার্ক এলাকায় এসেই একটি বস্তির ভিতর বাইক ঢুকতেই সন্দেহ হয়েছিল।

জিজ্ঞেস করলে পার্লার থেকে আসা ওই ব্যক্তি জানান, পার্লারটি কলকাতার বহু পুরনো, ভিতরে ঢুকলেই বুঝতে পারবেন। এরপর আর প্রশ্ন না বাড়িয়ে হানি-মেহবুবরা চুপ হয়ে যান। পার্লারে পৌঁছানোর পর তিন জনকে ওই পার্লারের কয়েকজন ঘিরে প্রায় ৭০ হাজার রুপি কেড়ে নেয়।

পাঠকের মতামত

Single Page Bottom
irfan_khan

মা’রা গেছেন ইরফান খান

না ফেরার দেশেই চলে গেলেন ইরফান খান। ৫৪ বছর বসেই চলে গেলেন বলিউড অভিনেতা ইরফান ...
siria

১৩ বছর ধরেই তারা লকডাউনে

‘লকডাউন’ শব্দটির সঙ্গে বিশ্ব নতুন পরিচিত হলেও এ বাস্তবতার সঙ্গে অনেক আগেই মানিয়ে নিয়েছে ফিলিস্তিনের ...
govt

বাড়ছে না আর সরকারি ছুটি!

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। এর সংক্রমণ প্রতিরোধে প্রায় এক মাসেরও ...
Single Page Footer