জেরুজালেমের আল-রাসাসি মসজিদ বন্ধ করে দিল ইসরাইল

জেরুজালেমের আল-রাসাসি মসজিদ বন্ধ করে দিল ইসরাইল

kজেরুজালেমের আল-রাসাসি মসজিদ বুধবার বন্ধ করে দিয়েছে দখলদার ইসরাইলি কর্তৃপক্ষ।

ইসলামের তৃতীয় পবিত্র স্থান আল-আকসার কাছেই এ মসজিদটি অবস্থিত। আগামী ছয় মাসের জন্য মসজিদটি বন্ধ থাকবে বলে জানিয়েছে অবৈধ রাষ্ট্রটি।

তাদের অভিযোগ, জেরুজালেমে ধর্মীয় ওয়াকফ কর্তৃপক্ষ মসজিদটির একটি অংশকে অফিস হিসেবে ব্যবহার করছে।

এছাড়া জেরুজালেমে ফিলিস্তিনের রাষ্ট্রীয় টেলিভিশনের অফিস ও ফিলিস্তিনি জাতীয় শিক্ষা অধিদফতরও ছয় মাসের জন্য বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে।

কয়েক সপ্তাহ আগে ইহুদি দখলদাররা জোর করে আল-আকসা মসজিদের ভেতরে প্রবেশ করেছিল।

জেরুজালেমের ইসলামিক ওয়াকফ জানিয়েছে, ১২৩ জনের মতো দখলদার পুলিশ প্রহরায় আল-আকসায় প্রবেশ করে।

ইসলামের তৃতীয় পবিত্র স্থান আল-আকসা। তবে ইহুদিদের দাবি প্রাচীনকালে এখানে তাদের দুটি মন্দির ছিল। ১৯৬৭ সালের যুদ্ধ ইহুদিরা পূর্ব জেরুজালেম দখল করে নিয়ে যায়।

১৯৮০ সালে পুরো শহরটাকে একীভূত করে রাজধানী ঘোষণা করে দখলদাররা। যদিও আন্তর্জাতিক সম্প্রদায় তাদের এ দাবিকে কখনো স্বীকৃতি দেয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *